মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতামাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম অধ্যাপক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশছোঁয়া। একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধতা গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিবারও বদ্ধপরিকর। রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ ইতোমধ্যে ডায়নামিক ওয়েবসাইট চালু করেছে এটা নিঃসন্দেহে প্রসংশার দাবীদার। আমি আশা করছি এই ওয়েব সাইট চালু করার ফলে যে কেউ প্রতিষ্ঠানের যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে।
শুভেচ্ছান্তেঃ
মোঃ জাহিদুল ইসলাম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত
রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ
দক্ষিণ সুরমা সিলেট।
মোবাইলঃ ০১৭১৩-৮০৬৭৪৪
রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ
দক্ষিন সুরমা,সিলেট
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------অধ্যক্ষ”
মোবাইল: 01713-806744, 01712-948309
ই-মেইল: rengahsc130476@gmail.com
ওয়েব: www.rengahsc.edu.bd