সুদীর্ঘ ২১বছর পর রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সাবেক সহকারী শিক্ষক (মৌলভী) জনাব মাওলানা ফজলুর রহমান সাহেব যুক্তরাজ্য থেকে দেশে আসেন। দীর্ঘদিন পর দেশে এসে তিনি তার প্রাণের প্রতিষ্ঠান পরিদর্শন করেন, এবং তার ব্যক্তিগত প্রয়োজনে তিনি গভর্ণিংবডির সভাপতি জনাব আলহাজ্ব আহমেদ ফারুক সাহেবের সাথে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন গভর্ণিংবডির শিক্ষানুরাগী সদস্য জনাব নুরুল ইসলাম সাহেব এবং অত্র প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর জনাব মো: কবির উদ্দিন সাহেব।
রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ
দক্ষিন সুরমা,সিলেট
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------অধ্যক্ষ”
মোবাইল: 01713-806744, 01712-948309
ই-মেইল: rengahsc130476@gmail.com
ওয়েব: www.rengahsc.edu.bd