গত ১৩/০২/২০২৪খ্রি রোজ মঙ্গলবার বেলা ১২:০০ ঘটিকার সময় রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিংবডির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা মহানগর আওয়ামিলীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, আল- ফারুক মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব আহমেদ ফারুক সাহেব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গভর্ণিংবডির সদস্য জনাব মো: নুরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: জাহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জনাব মো: আব্দুল মান্নান হীরা প্রমুখ, প্রবীণ মুরব্বি জনাব নূর মিয়া সাহেব, যুক্তরাজ্য প্রবাসী জনাব আশরাফ আলী ছানা, বিশিষ্ট মুরব্বি জনাব আজাদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জনাব উনু মিয়া, যুব সমাজের অহংকার জনাব মিজানুর রহমান সুহেল এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। শুধুমাত্র ভাল ফলাফলের পিছনে না ছুটে পারিবারিক অনুশাসন মেনে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আহমেদ ফারুক সাহেব পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চায় শিক্ষার্থীদের নিয়োজিত রাখার পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ফলাফলের উপর শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে। তাই বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে কঠোর অধ্যাবসায় করতে হবে। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে মানুষ যদি বিবেক দ্বারা পরিচালিত হয়, তাহলে তার পক্ষে অসত্য ও অসুন্দর কোন কাজ করা সম্ভব নয়।
এ প্রসঙ্গে আহমেদ ফারুক বলেন, বিশ্বমানের নাগরিক হওয়ার মানসিকতা ধারণ করে প্রতিটি শিক্ষার্থীর জীবন গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে দেশের স্বার্থকে বিবেচনায় রেখে দায়িত্ব পালন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নিজেকে শপে দিতে হবে। সর্বক্ষেত্রে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সংকীর্নতা পরিহার করে ইতিবাচক চিন্তা-চেতনায় পরিচালিত হয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতার আলোকে মানুষের কল্যাণ করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে আহমেদ ফারুক বলেন শিক্ষকগণ হচ্ছেন মানুষ গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষক তাঁর অর্জিত শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। পরে আহমেদ ফারুক সাহেব রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেন।
রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ
দক্ষিন সুরমা,সিলেট
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------অধ্যক্ষ”
মোবাইল: 01713-806744, 01712-948309
ই-মেইল: rengahsc130476@gmail.com
ওয়েব: www.rengahsc.edu.bd