গত ১৪ই ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. রোজ বুধবার রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০০৩- ব্যাচের শিক্ষার্থী ফ্রান্স প্রবাসী রাহেল আহমদের বিয়ে উপলক্ষে হাফিজ কমপ্লেক্সে উপস্থিত হন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: জাহিদুল ইসলাম ও সকল শিক্ষক/শিক্ষিকা বৃন্দ। সকলেই রাহেল আহমদের বিবাহোত্তর জীবনের সার্বিক কল্যাণ কামনা করেন। “আল্লাহ তোমার কল্যাণ করুক, তোমাকে বরকত দান করুন এবং তোমাদের দাম্পত্য জীবন আরো সুন্দর হয়ে উঠুক। তোমাদের খুশির অরণ্যে যেন সর্বদা বসন্ত বিরাজ করে এই শুভ কামনা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: জাহিদুল ইসলাম
রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ
দক্ষিন সুরমা,সিলেট
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------অধ্যক্ষ”
মোবাইল: 01713-806744, 01712-948309
ই-মেইল: rengahsc130476@gmail.com
ওয়েব: www.rengahsc.edu.bd