পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, আল- ফারুক গ্রুপের চেয়ারম্যান ও আল-ফারুক মহিলা আলিম মাদ্রাসা, আল- ফারুক হাফিজিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা, রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিংবডির সভাপতি জনাব, আলহাজ্ব আহমেদ ফারুক সাহেব।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন রহমত, মাগফিরাত এবং নাজাত প্রাপ্তির বরকতময় মাস রমজান পেরিয়ে মুসলিম উম্মাহর ঘরে ঘরে মহা খুশীর ফোয়ারা নিয়ে এল পবিত্রময় ঈদ উল ফিতর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার প্রাণপ্রিয় দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জের আপামর জনগণ, দেশ ও বিদেশের সকলের প্রতি রইল ঈদ মোবারক।
রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ
দক্ষিন সুরমা,সিলেট
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------অধ্যক্ষ”
মোবাইল: 01713-806744, 01712-948309
ই-মেইল: rengahsc130476@gmail.com
ওয়েব: www.rengahsc.edu.bd